Sunday, June 12, 2022




হঠাৎ একটা প্রয়োজনে একটা ফোল্ডারের সব ফাইলের নাম চেঞ্জ করা দরকার হলো। ২৭টি ফাইলে একটি একটি করে কাজ করতে সময় লাগবে অনেক। তার চেয়ে খারাপ হলো বিরক্তি। মনে পড়ল লিনাক্স কমান্ড লাইনের কথা। মনে হতেই ব্যাশে গিয়ে কোড লিখলাম। 

এ কাজের জন্য এক লাইনের কোডই যথেষ্ট। 




এখানে একটি লুপ তৈরি করা হয়েছে। do এবং done দিয়ে লুপ শুরু ও শেষ হয়েছে। tr দিয়ে মূলত রিনেম করা হয়েছে। এখানে যেহেতু আমরা স্পেসকে পরিবর্তন করেছি তাই tr এর পরে ' ' দেওয়া হয়েছে। অন্য কিছু চেঞ্জ করতে হলে ' ' এর ভেতরে লিখলেই হবে। যেমন a বদলাতে চাইলে হবে tr 'a'। একইভাবে ঠিক পরের অংশ লিখতে হবে। 

আর বিশেষ কিছু ফাইল চেঞ্জ করতে চাইলে তা * এর পরে লিখতে হবে। যেমন শুধু পিডিএফ (pdf) ফাইলগুলো রিনেম করতে হবে in *.pdf;। 

লিনাক্সে mv কমান্ড দিয়েই মূলত রিনেম করা হয়। আর লুপের জন্যেই ডলার সাইন দেওয়া হয়েছে। 
Category: articles