Advertisements
এর আগের লেখায় আমরা দেখেছিলাম, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না। দিতে গেলে আসে অদ্ভুত সব ফলাফল। ১ = ১০০ ইত্যাদি। ওখানে আমরা $\frac{০}{০}$ নিয়ে কিছু বলিনি। এবার এটা দেখা যাক!
এখানেও ০-এর কাছাকাছি সংখ্যাদেরকে নিয়ে ভাগ করে দেখি।
$$\frac{০.১}{০.১}=১$$
আবার, একই উত্তর পাব ০.০১ নিলেও। কারণ,
$$\frac{০.০১}{০.০১}=১$$
একইভাবে,
$$\frac{০.০০০১}{০.০০০১}=১$$
এবং
$$\frac{০.০০০০০১}{০.০০০০০১}=১$$
$$\frac{০.১}{০.১}=১$$
আবার, একই উত্তর পাব ০.০১ নিলেও। কারণ,
$$\frac{০.০১}{০.০১}=১$$
একইভাবে,
$$\frac{০.০০০১}{০.০০০১}=১$$
এবং
$$\frac{০.০০০০০১}{০.০০০০০১}=১$$
তার মানে, মনে হচ্ছে $\frac{০}{০}$ হয়ত ১-ই হবে। কারণ, ঋণাত্মক সংখ্যা নিলেও একই ফল আসবে।
$\frac{-০.১}{-০.১}=১$, $\frac{-০.০১}{-০.০১}=১$, $\frac{-০.০০০১}{-০.০০০১}=১$ এবং $\frac{-০.০০০০০১}{-০.০০০০০১}=১$
অতএব, মনে হচ্ছে যথেষ্ট শক্তিশালী যুক্তি পাওয়া গেছে। $\frac{০}{০}=১$ ই হওয়া উচিৎ।
কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠটা একটু দেখি। ০-কে ০ দিয়ে ভাগ না দিয়ে ক্রমেই ০-এর কাছাকাছি সংখ্যা দিয়ে ভাগ করি। এই কাজটা আমরা আগেও করেছি।
$$\frac{০}{০.১}=০$$
আবার, একই উত্তর পাব ০.০১ নিলেও। কারণ,
$$\frac{০}{০.০১}=০$$
একইভাবে,
$$\frac{০}{০.০০০১}=০$$
এবং
$$\frac{০}{০.০০০০০১}=০$$
তার মানে, যতই ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, মান পাব ০-এর তত কাছাকাছি। তাহলে, আগের মতো একই যুক্তিতে বলা যায়, $\frac{০}{০}$ এর মান হবে ০। এই যুক্তি আগের যুক্তির (যেখানে ভাগফল ১ হয়েছিল) চেয়ে কোনো অংশে কম দুর্বল নয়।
এবং আগের মতোই, ০-কে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলেও একই অবস্থা হবে। তাহলে কোনটা ঠিক? ০, নাকি ১?
ফলাফল আসলে যে-কোনো অশূন্য সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার মতোই। $\frac{০}{০}$-কে সংজ্ঞায়িত করার উপায় নেই। ফলে, (কোনোকিছু÷০) এর মতোই $\frac{০}{০}$ও অসংজ্ঞায়িত।
তবে গণিতের আরও গভীরে প্রবেশ করলে $\frac{০}{০}$ কে অনির্ণেয় (indeterminate) বলা হয়। সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ।
আরও পড়ুন:
আরও পড়ুন: