Thursday, March 14, 2019

শুন্যকে শূন্য দিয়ে ভাগ!

Advertisements

এর আগের লেখায় আমরা দেখেছিলাম, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না। দিতে গেলে আসে অদ্ভুত সব ফলাফল। ১ = ১০০ ইত্যাদি। ওখানে আমরা $\frac{০}{০}$ নিয়ে কিছু বলিনি। এবার এটা দেখা যাক!

এখানেও ০-এর কাছাকাছি সংখ্যাদেরকে নিয়ে ভাগ করে দেখি।
$$\frac{০.১}{০.১}=১$$
আবার, একই উত্তর পাব ০.০১ নিলেও। কারণ,
$$\frac{০.০১}{০.০১}=১$$
একইভাবে,
$$\frac{০.০০০১}{০.০০০১}=১$$
এবং
$$\frac{০.০০০০০১}{০.০০০০০১}=১$$
তার মানে, মনে হচ্ছে $\frac{০}{০}$ হয়ত ১-ই হবে। কারণ, ঋণাত্মক সংখ্যা নিলেও একই ফল আসবে। 
$\frac{-০.১}{-০.১}=১$, $\frac{-০.০১}{-০.০১}=১$, $\frac{-০.০০০১}{-০.০০০১}=১$ এবং $\frac{-০.০০০০০১}{-০.০০০০০১}=১$

অতএব, মনে হচ্ছে যথেষ্ট শক্তিশালী যুক্তি পাওয়া গেছে। $\frac{০}{০}=১$ ই হওয়া উচিৎ। 

কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠটা একটু দেখি। ০-কে ০ দিয়ে ভাগ না দিয়ে ক্রমেই ০-এর কাছাকাছি সংখ্যা দিয়ে ভাগ করি। এই কাজটা আমরা আগেও করেছি। 

$$\frac{০}{০.১}=০$$
আবার, একই উত্তর পাব ০.০১ নিলেও। কারণ, 
$$\frac{০}{০.০১}=০$$
একইভাবে,
$$\frac{০}{০.০০০১}=০$$
এবং 
$$\frac{০}{০.০০০০০১}=০$$

তার মানে, যতই ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, মান পাব ০-এর তত কাছাকাছি। তাহলে, আগের মতো একই যুক্তিতে বলা যায়, $\frac{০}{০}$ এর মান হবে ০। এই যুক্তি আগের যুক্তির (যেখানে ভাগফল ১ হয়েছিল) চেয়ে কোনো অংশে কম দুর্বল নয়। 

এবং আগের মতোই, ০-কে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলেও একই অবস্থা হবে। তাহলে কোনটা ঠিক? ০, নাকি ১? 

ফলাফল আসলে যে-কোনো অশূন্য সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করার মতোই। $\frac{০}{০}$-কে সংজ্ঞায়িত করার উপায় নেই। ফলে, (কোনোকিছু÷০) এর মতোই $\frac{০}{০}$ও অসংজ্ঞায়িত। 
তবে গণিতের আরও গভীরে প্রবেশ করলে $\frac{০}{০}$ কে অনির্ণেয় (indeterminate) বলা হয়। সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ।

আরও পড়ুন:

আব্দুল্যাহ আদিল মাহমুদ

লেখকের পরিচয়

আব্দুল্যাহ আদিল মাহমুদ। প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, পাবনা ক্যাডেট কলেজ। এর আগে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন EAL-এ। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। সম্পাদনা করছেন Stat Mania বিশ্ব ডট কম। পাশাপাশি লিখছেন বিজ্ঞানচিন্তা, ব্যাপন পাই জিরো টু ইনফিনিটিসহ বিভিন্ন ম্যাগাজিনে। অসীম সমীকরণ মহাবিশ্বের সীমানা নামে দুটি বই লেখার পাশাপাশি অনুবাদ করেছেন অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইম । লেখকের এই সাইটের সব লেখা এখানে ফেসবুক | পারসোনাল ওয়েবসাইট